বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাগুরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় 

মাগুরা প্রতিনিধি

মাগুরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় 

মাগুরা নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, মাগুরার মানুষের কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠা করা আমার মূল লক্ষ্য। মাগুরা জেলার সব থানা ও ফাঁড়ি কার্যক্রম চলমান রয়েছে। আইন অনুযায়ী পুলিশ তার কর্তব্য পালন করছে। মাগুরাতে পুলিশ যেন আরও বেশি জনগণের সঙ্গে সম্পৃক্ত  হয়ে কাজ করতে পারে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। 

তিনি পুলিশের কাজের গঠনমূলক সমালোচনা এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। মাগুরা সাংবাদিক ফরম, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, মাগুরার জার্নালিস্ট নেটওয়ার্কসহ মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের পক্ষ থেকে সহযোগিতার কথা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাগুরাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টিএইচ